আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছাহিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ছহিম হোসেন (১৯) আদমদীঘির অন্তাহার গ্রামের বেলাল হোসেনের ছেলে।

শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার ৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আদমদীঘির অন্তাহার গ্রামের ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির স্কুলছাত্রী ৩০ আগস্ট সকাল সাড়ে ৮টার বিদ্যালয়ে যাবার সময় একই গ্রামের ছহিম হোসেনসহ তার সহযোগীরা মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আদমদীঘি থানায় বেলাল হোসেনের ছেলে ছহিম হোসেন, রাব্বি প্রামানিক, আলো বেগমসহ পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণের চারদিন পর ৩ সেপ্টেম্বরর কুষ্টিয়া সদর থানার মিলাপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আদমদীঘি থানা পুলিশ মিলপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button