সারাদেশ
ব্রাজিল-ক্রোয়েশিয়া নিয়ে তর্ক, ছুরিকাঘাতে এক যুবক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টুটুল হাওলদার নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের শেষে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, খেলা শেষে তর্ক-বিতর্কের জের ধরে টুটুলকে ছুরিকাঘাত করে বাবুল। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। ঘাতক বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, ব্রাজিল ও ক্রোয়েশিয়া ম্যাচের শুরু থেকেই বাকবিতন্ডায় জড়ায় বাবুল ও টুটুল। একপর্যায়ে বাবুলের ছুরিকাঘাতে টুটুল নিহত হয়।
আসামী ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।