ব্রাজিল সমর্থক ২ ভাইকে মারধর ও বাড়ি ভাঙচুর করলো আর্জেন্টিনা সমর্থকরা

রাজশাহীতে ব্রাজিলের সমর্থক দুই ভাইকে আর্জেন্টিনা সমর্থকেরা মারধর এবং বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হারার পর এ ঘটনা ঘটে।
আহত দুই ব্রাজিল সমর্থকরা হলেন- মো. হোসাইন রিফাত (২২) ও তার ভাই এহেসান রায়হান (২০)। তাদের বাবার নাম আবদুল কুদ্দুস। রাজশাহী নগরীর নতুন বিলশিমলা বন্ধগেট এলাকায় তাদের বাড়ি।
এ ঘটনায় ভুক্তভোগীদের মা রাজাপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ জানান, খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগে থেকে তাদের কী শত্রুতা ছিল সেটা জানি না। অভিযোগপত্রে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখছি। তদন্ত শেষেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: রাইজিং বিডি