বিনোদন
সুস্থ্য হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী শবনম ফারিয়া

সুস্থ্য হয়ে দেশে ফিরছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি তার নাকে অস্ত্রোপচার হয়। যার কারণে দিল্লিতে থাকতে হয়েছিল তাকে। সেখান থেকে রোববার বিকেলে দেশে ফিরছেন।
শবনম ফারিয়া বলেন, ‘নাকের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন সম্পূর্ন সুস্থ্য হয়ে কাজে ফিরতে পারি।’
অনেকদিন ধরেই নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর। কলকাতায় চিকিৎসক দেখানোর পর জানতে পারেন তার নাকে জটিলতা রয়েছে। তারপর দীল্লিতে অপারেশন করে সেটি কেটে ফেলায় এখন সুস্থ্য বোধ করছেন তিনি।
নাকের সমস্যা নিয়ে গত ২৮ নভেম্বর দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারিয়া।