বিনোদন

খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স, অথচ পড়াশোনা করছি: ফারিয়া

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া স্বভাবে ঠোঁটকাটা! যে কারণে সত্য কথা মুখের ওপর বলে প্রায় সময়ই আলোচনায় থাকেন। চিকিৎসা শেষে গতকাল ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফিরেই ফেসবুকে একটি পোস্ট দেন এই অভিনেত্রী।

সেই পোস্টে ফারিয়া বলেন, ‘শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো, পরশু (১৩ ডিসেম্বর) আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিবস! অসুস্থতার কারণে ভুলেই গেছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে! এখন পড়তে বসছি।’

সম্প্রতি দেশের কয়েকজন মধ্যবয়সী অভিনেত্রী বেশ সাহসী ফটোশুট করে আলোচিত হয়েছেন। এ বিষয়ে খানিকটা ‘খোঁচা’ দিয়ে শবনম ফারিয়া বলেন— ‘এটা আমার মিড লাইফ ক্রাইসিসে ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স! অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি!’

এদিকে শবনম ফারিয়া ঠিক কাকে ‘খোঁচা’ দিয়ে এসব কথা বলেছেন তা পরিষ্কার করেননি। তবে সম্প্রতি শোবিজের কয়েকজন অভিনেত্রী ওজন কমিয়ে ফটোশুটে অংশ নিয়েছেন। আর নেটিজেনদের ইঙ্গিত তাদের দিকেই! ফারিয়া নাকের সমস্যা নিয়ে গত ২৮ নভেম্বর দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে সেখান থেকে দেশে ফিরেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button