
ফুটবলের বিশ্বমঞ্চে মাত্র দুইবার শিরোপা জিততে পারলেও সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড দুর্দান্ত।
ফিফা বিশ্বকাপের যতবার সেমিফাইনালে উঠেছে, ততবারই ফাইনাল খেলেছে লাতিন আমেরিকান এই ফুটবল দলটি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল মঙ্গলবার পরস্পরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।