শিক্ষা

আজ বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি লটারি

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারি ১৩ ডিসেম্বর দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।

এরআগে সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয় ১৬ নভেম্বর। ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যায়। সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়গুলোতে ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা গেছে।

২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ে দেশের ৫৪০টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট আসন থাকছে ১ লাখ ৭ হাজার ৮৯০টি। আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৩২ হাজার ৯০৩টি।

এই বিভাগের অন্য খবর

Back to top button