বগুড়া জেলা

বগুড়ায় এনসিটিএফ’র এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বগুড়ায় জাতীয় পর্যায়ে কাজ করা শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শহরের মফিজ পাগলার মোড়ের রোচাস্ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে
এনসিটিএফ বগুড়ার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে নাফিজ মন্ডল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মালিহা ইসলাম।

ইয়েস বাংলাদেশ এবং অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় শিশুদের এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল বলেন, ওয়াই মুভস্ প্রকল্পের মাধ্যমে বগুড়াসহ সারাদেশে এনসিটিএফ যে ইতিবাচক ধারায় শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। এনসিটিএফ শুরু থেকেই শিশুদের মাঝে থেকে নেতৃত্ব তৈরির যে কাজ করে যাচ্ছে যা আগামীর সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।

এনসিটিএফ বগুড়ার সভাপতি জুবাইর আহমাদ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত নকশি।

এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার সঞ্জু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা পরিমল প্রসাদ রাজ, বগুড়া সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই জেবুন্নেছা মায়া, জেলা দুপ্রকের সদস্য ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভিন শ্যামলী এবং পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পী।

এসময় সমাজসেবক সাজেদুর রহমান শিপলু, এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন, শিশু সাংবাদিক মালিহা মেধা প্রমুখ উপস্থিত ছিলেন। শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় গণতান্ত্রিক পন্থায় গোপন ব্যালটের মাধ্যমে ২০২৩-২৪ সালের জন্যে এনসিটিএফ বগুড়ার নবগঠিত কমিটিতে নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি পদে জান্নাতুন নাফিসা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাকিব খান, সাংগঠনিক সম্পাদক পদে নূরে তাসনিম, শিশু গবেষক পদে যথাক্রমে জাইমা আলম মারিয়াম ও রোকনুল ইসলাম, শিশু সাংবাদিক যথাক্রমে মেহেরুন্নেছা লামিয়া ও মুসফিকুর রহমান এবং শিশু সাংসদ পদে যথাক্রমে তাহবিবা তাবাচ্ছুম ও মিরাব্বী হাসান।

এই বিভাগের অন্য খবর

Back to top button