
বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানের পর দারোয়ানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ওই বাসার ম্যানেজার আব্দুর রশীদ হাওলাদার জানিয়েছেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশ গেটে ভাঙচুর চালিয়ে উপরে উঠে। খুলে নেয় সিসি ক্যামেরার সার্ভার ও সিপিইউ। তবে তখন বাসার দেখভালের দায়িত্ব থাকা চার জন ছাড়া আর কেউ ছিলেন না। যাওয়ার সময় পঞ্চাশোর্ধ বাসার দারোয়ান মো. মোহসীনকে তুলে নিয়ে যায়।
রাতে এ বিষয়ে পুলিশের কাছ থেকে কিছুই জানানো হয়নি। সূত্র: যমুনা টিভি