খেলাধুলাফুটবল

আজ ফাইনালের লক্ষ্যে মুখোমুখি হবে মরক্কো-ফ্রান্স

আল বাইত স্টেডিয়ামে আজ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়।

দুই দলের হেড টু হেড লড়াইয়ে ফ্রান্স জিতেছে ৫ ম্যাচ। মরক্কো এক ম্যাচও জিততে পারেনি। দুই ম্যাচ ড্র হয়েছে।

সেমিফাইনালে যাওয়ার পথে ফ্রান্স গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে, ডেনমার্ককে ২-১ গোলে, তিউনিসিয়ার কাছে ০-১ গোলে হারে। নকআউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে হারায়, ইংল্যান্ডকে হারায় ২-১ গোলে।

অন্যদিকে, মরক্কো গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে 0-0 গোলে ড্র করে। বেলজিয়ামকে ২-০ গোলে এবং
কানাডাকে ২-১ গোলে হারায়। নকআউট পর্বে পেনাল্টিতে স্পেনকে হারায়, পর্তুগালকে ১-০ গোলে হারায়।

ফ্রান্সে আছে কিলিয়ান এমবাপ্পে, অ্যান্টোনিও গ্রিজম্যান ও অলিভিয়ার জিরুদ। অন্যদিকে, মরক্কোর সুপারস্টার নয় বরং তারা দল হিসেবে দুর্দান্ত খেলছে। পুরো আরব বিশ্বের আশা এবং স্বপ্ন তাদের প্রতি।

তবে কাতারে এটি কোনো দলেরই শেষ ম্যাচ হবে না। শনিবার রাতে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পরাজিত দলকে তৃতীয় স্থানের জন্য প্লে-অফ ম্যাচ খেলতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

কাতারের জাতীয় দিবসে রোববার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button