বগুড়া জেলা
বগুড়ায় বিপুল পরিমান মাদকসহ আটক ৫

বগুড়ায় ফেনসিডিল, ট্যাপেন্ডাটল ও গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন- আনোয়ার হোসেন (৩৬), মোঃ ইলিয়াস আহমেদ (৩৯), চন্দন কুমার রায় (৩৩) , মোঃ আসদুল (৩৩) ও মুন্না বিহারী (৪৫) ।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।
এর আগে, মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও ১২০ পিস ট্যাপেন্ডাটল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ, কাহালু ও সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসএ