প্রধান খবরবগুড়া জেলা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ায় মোমবাতি প্রজ্জ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ফাঁপোর ইউনিয়নের কৈচড় বধ্যভূমিতে বিকেল ৪টার দিকে আলোচনা সভা ও সন্ধ্যা সোয়া ৫ টার দিকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ।

সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সমর কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু,সাধারণ সম্পাদক রাগেনুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়ার সাবেক কমান্ডার নুরুল আমিন বাবলু ও ফাঁপোর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান৷
এছাড়াও স্থানীয়রা জনতা মোমবাতি প্রজ্বলনে অংশ নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান।

বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের কৈচড় বধ্যভূমিতে ২৬ জন শহীদ শায়িত আছেন তাঁরা হলেন চেলোপাড়ার কালিপদ সিংহ, কর্ণ প্রসাদ সিংহ,গজেন্দ্রনাথ সিংহ,শ্যামল চন্দ্র সিংহ,শ্রীবাস দাম,গোলক চন্দ্র দাম, ননী চন্দ্র দাম, নিতাই চন্দ্র দাম, পল্লাদ চন্দ্র দাম, সুধাংশু চন্দ্র দাম ও সুধীর চন্দ্র দাম, ধোপাপাড়ার গুপি চন্দ্র দাম, গোবিন্দ মহন্ত, নিতাই চন্দ্র দাম ও হরি দত্ত, রঘুনাথপুরের গনেশ চন্দ্র ও বিনয় চন্দ্র সাহা, ডোমন গ্রামের নগেন্দ্র নাথ সাহা, নারায়ণ চন্দ্র প্রাং হীরেন্দ্র নাথ সাহা এবং কাটনারপাড়ার গৌর গোপাল মহন্ত। এছাড়াও ৫ শহীদের নাম ও ঠিকানা এখনও পাওয়া যায় নি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button