৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবেন পরীমণি

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। একই রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। সেদিন রাতেই ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি ঘোষণা দেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পড়ে ঘুরব, প্রমিস’।
কারণ পরীর স্বামী রাজ ছিলেন ব্রাজিলের সাপোর্টার। স্বামীর দুঃখ কমাতেই এমন কিছুর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরী তার কথা রেখেছেন। স্বামী রাজের জন্য গায়ে জড়ালেন ব্রাজিলের জার্সি।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ছবিসহ ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। এই যে ডে ওয়ান! রাজ ভালো থাইক্কো।’
এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর উচ্ছ্বসিত পরী তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘হ্যাঁ এটা একেবারেই চমৎকার।’