বিনোদন

দীপিকার ‘অশ্লীল’ নাচ, শাহরুখের কুশপুতুলে আগুন

পাঠান ছবির প্রথম গান মুক্তি পেতে না পেতেই ভারতে বয়কটের ডাক থেকে শাহরুখ-দীপিকাকে তুলোধুনা করতে ছাড়ছেন না ভারতের নেটিজেনদের একটা বড় অংশ। এই গানের দৃশ্যায়নে দীপিকার গেরুয়া রঙের বিকিনিতে উদ্যাম নাচ দেখে চটেছে ভারতের ‘রক্ষণশীলরা’। তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী মহারাজ।

বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শাহরুখ-দীপিকার এই ছবির বিরোধিতায় প্রদর্শন চলল জমিয়ে। ছবিতে ‘আপত্তিকর দৃশ্য’ রয়েছে দাবি বিক্ষোভপ্রদর্শনকারীদের। গেরুয়া রঙের বিকিনিতে দীপিকার ওই নাচ মোটেই পছন্দ নয় তাদের। হিন্দু সংগঠন বীর শিবাজি গ্রুপের তরফে শাহরুখ-দীপিকার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হল। জমিয়ে চলল ‘পাঠান-বিরোধী’ স্লোগান।

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে পাঠানের এই গান, এমন দাবি তুলে এই ছবি বয়কটের দাবি তোলেন বিক্ষোভকারীরা। আগামী বছর জানুয়ারি মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার কটাক্ষ করে বলেন, ‘দীপিকা এমনিতেও টুকরে টুকরে গ্যাং-এর সদস্যা। আপত্তিকর দৃশ্য ছবি থেকে ছেঁটে না ফেললে মধ্যপ্রদেশে পাঠান মুক্তি পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, ‘দূষিত মানসিকতা থেকে তৈরি এই গান তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গানের দৃশ্যায়নে যে পোশাক দীপিকা পাড়ুকোন পরেছেন তা প্রচণ্ড আপত্তিকর।’

বলিউড ছবি নিয়ে নরোত্তম মিশ্রার আপত্তি নতুন নয়। এর আগেও বহু বলিউড নির্মাতাদের সচেতন করেছেন তিনি। ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার দেখেও তিনি সচেতনতার বার্তা দিয়েছিলেন নির্মাতাদের। জানিয়েছিলেন, ‘আপত্তিকর দৃশ্য বদলে না ফেললে আইনি ব্যবস্থা নেওয়া হবে ছবির বিরুদ্ধে।’

তবে বিতর্ক যতই সঙ্গে থাকুক ইউটিউবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ‘বেশরম রং’-এর ভিউ সংখ্যা। প্রসঙ্গত, পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়েই রুপালি পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। শেষ তাকে দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে।পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে এসআরকে-র সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকোনকে। আগামী বছর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে যশ রাজ ব্যানারের এই ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button