বগুড়ার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

বগুড়া গাবতলী ইউনিয়নের পাঁচবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আরেফুর রহমান বাদশা মারা গেছেন।
তিনি সোন্দাবাড়ী তালুকদার বাড়ির মরুহুম আজাদুর রহমান তালুকদারের বড় ছেলে।
বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে তিনি মারা যান।
জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন আরেফুর রহমান। হাসাপতালেও দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে তার শারিরীক অবস্থান অবনতি হলে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন সাবেক এ চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৯ মেয়ে রেখে গিয়েছেন।
গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে যথেষ্ট অবদান রেখেছেন আরেফুর রহমান। তিনি সোন্দাবাড়ী দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাবেক সভাপতি ছিলেন সেইসাথে রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সদস্য ।
সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আরেফুর রহমান বাদশার নামাজের জানাজা আগামীকাল বাদ জুম্মা সোন্দাবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এসএ