প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা আহত

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় জাতীয় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাফি রহমান দীঘলকান্দির মাহফুজার রহমানের ছেলে। গুরুতর আহত মাহফুজার রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জানা গেছে, দীঘলকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা টাঙাতে মসজিদের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। সেখানে বড় লোহার রডের সঙ্গে পতাকা বাঁধতে গিয়ে হঠাৎ করে ওই রড ফসকে পাশে থাকা বৈদ্যুতের তারের ওপর পড়ে যান। এ সময় তার ছেলে শাফি তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে শাফি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় মাহফুজার রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সারিয়াকান্দি থানার এসআই খোকন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মাহফুজারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button