প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় কাপড়ের রং মিশিয়ে লাড্ডু, জরিমানা ২০ হাজার

বগুড়ায় লাড্ডুতে কাপড়ের বিষাক্ত রং মেশানোর অপরাধে দুই মিষ্টির দোকানে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। এ সময় বিষাক্ত রং মেশানো ৫০ কেজি লাড্ডু জব্দের পর ধ্বংস করা হয়।

রোববার ২ টার দিকে শহরের ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী । এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দীর্ঘদিন যাবৎ কাপড়ের বিষাক্ত রঙ লাড্ডুতে ব্যবহার করার অপরাধে ‘ দিয়া মনির’ স্বত্তাধারীকারী দিয়া মনিকে ১০ হাজার ও ‘আবু সাইদ মিষ্টান্ন ভান্ডারের’ স্বত্তাধিকারী মো. জরিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷ পরে সেখানে পাওয়া ৫০ কেজি লাড্ডু জব্দের পর ধ্বংস করে সংস্থাটি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button