দিবসপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে র্যালী বের করা হয় এবং বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আতিকুর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা রেজাউল করিম, টিটিসির অধ্যক্ষ সুশান্ত কুমার রায়।
বগুড়ায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরোন কারি হিসাব ২ জন পুরুষ ক্যাটাগরিতে এবং মহিলা ক্যাটাগরিতে তৌহিদা জান্নাতীকে পুরস্কার প্রদান করা হয়।
এসএ