করোনা আপডেটজাতীয়প্রধান খবর
করোনা টিকার চতুর্থ ডোজ আজ থেকে
দেশে আজ থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের চতুর্থ ডোজ টিকা প্রদান কর্মসূচী। সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতাল থেকে করোনা টিকার চতুর্থ ডোজ নেওয়া যাবে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা পাবেন।
এসব টিকা তারাই নিতে পারবে, যারা ইতিপূর্বে তৃতীয় ডোজ নেওয়ার চার মাস অতিবাহিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক জানান, সারাদেশের প্রতিটি কেন্দ্রে অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজ প্রয়োগ করা হবে। টিকাদান কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।