
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সাকিবের পর অবিক্রিত রয়ে গেলেন তাসকিন আহমেদ। কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তাকে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে বসেছে আইপিএলের মিনি নিলাম।
এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।
সাকিব, তাসকিনের পর নিলামের চূড়ান্ত তালিকায় আছেন আরও দুই বাংলাদেশি। তারা হলেন- লিটন দাস, ও আফিফ হোসেন।
এবারের আইপিএলের নিলামে নাম ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তাদের মধ্য থেকে মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।