
আইপিএলের মিনি নিলামের শেষ বেলায় দল পেলেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার তিনি মাঠ মাতাবেন। ৫০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে মাশরাফি-সাকিবের প্রাক্তন এই দলটি। এবারই প্রথম আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজির জার্সি গায়ে খেলতে নামবেন এই টাইগার ব্যাটার।
আইপিএলের মিনি নিলামে শুরু হয়েছিল লিটন দাসকে দিয়ে। যার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। প্রথম দফায় তিনি দল পাননি। ফলে ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস এবারও আইপিএল খেলার সুযোগটা পাবেন না বলে শঙ্কা জেগেছিল। তবে দ্বিতীয় দফার ডাকে বাংলাদেশের এই ওপেনারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাতে যাকে দিয়ে শুরু হয়েছিল, তাকে দিয়েই শেষ হয়।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়াবেন লিটন। এই দলে প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি খেলেছেন ২০০৯ সালে। এছাড়া সাকিব ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা খেলেন কেকেআরের হয়ে।
লিটন দাস চলতি বছর দুর্দান্ত ছন্দে আছেন। ১৯ ম্যাচে ১৪০.২১ স্ট্রাইকরেটে করেছেন ৫৪৪ রান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অনেকটা একাই ব্যাট হাতে লড়েছেন এই ওপেনার। অ্যাডিলেডে বাংলাদেশ দল ভারতের কাছে হারলেও, লিটনের ব্যাটিং ব্যাটিং মন কেড়েছিল সবার। বিশেষ করে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলির। ২৭ বলে সেদিন ৬০ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন। এছাড়া ভারতের বিপক্ষে তার পরিসংখ্যান সব সময় ভালো, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতকটা তিনি পেয়েছিলেন ভারতের বিপক্ষেই। যেন তারাই তার প্রিয় প্রতিপক্ষ।
এদিকে শেষ বেলায় দল পেয়েছে সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডারের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রূপিতেই দলে নিয়েছে কলকাতা। দিল্লি ক্যাপিটালসে রয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। এতে প্রথমবার তিন বাংলাদেশি আইপিএলের অংশ নেবেন।