
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মার্কা জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত সৌদির ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রোনালদো। প্রথম আড়াই বছর খেলোয়াড় হিসেবে এবং পরের সাড়ে চার বছর অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন পর্তুগিজ তারকা।
বিশাল অর্থের বিনিময়ে ৩৭ বছর বয়সী এ তারকার সঙ্গে আল নাসেরের লম্বা চুক্তির পেছনে সৌদি আরবের জাতীয় স্বার্থ রয়েছে। সৌদি আরব ও মিশর যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায়। সে লক্ষ্যেই রোনালদো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন।
শিগগিরই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে ইঙ্গিত দিয়েছে আল নাসের কর্তৃপক্ষ।