
তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে ৩১৪ রানে অলআউট হয়েছে ভারত। এতে বাংলাদেশের সামনে সফরকারীরা লিড নিয়েছে ৩১৪ রানের। শুক্রবার (২৩ ডিসেম্বর) আগের দিনের ১৯ রান নিয়ে আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ভারত। দলীয় ২৭ রানের মাথায় কে এল রাহুল ও ৩৮ রানে শুভ ম্যান গিলকে সাজঘরে পাঠায় তাইজুল ইসলাম।
লাঞ্চের আগেই ভারতের তিন উইকেট তুলে নিয়ে প্রথম সেশন দারুণ কেটেছিল বাংলাদেশের। যার সবগুলো নিয়েছিলেন উইকেট নেন তাইজুল ইসলাম।
দ্বিতীয় সেশনের শুরুটাও হয় দারুণ। তাসকিন আহমেদ ফেরান বিরাট কোহলিকে। ৯৪ রানে ভারতের চার নম্বর উইকেট নিয়ে স্বস্তিতে ছিল বাংলাদেশ, কিন্তু তা উধাও হয়ে যায় রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের দেড়শ ছাড়ানো জুটিতে। দ্বিতীয় সেশন তারা দাপট দেখায়।
চা বিরতির পর রিশাভকে ৯৩ রানে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন মেহেদী হাসান মিরাজ। এরপর সাকিব আল হাসানের ঘূর্ণি জাদু। বাকি পাঁচ উইকেটের চারটি পান বাঁহাতি স্পিনার। আইয়ারকে ৮৭ রানে নিজের শিকার বানান সাকিব। মাঝে একটি উইকেট নেন তাইজুল। মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে ভারতকে ৩১৪ রানে গুটিয়ে দেন সাকিব।
প্রথম সেশন তাইজুলের হলে শেষ সেশন সাকিবের। দুজনই সমান চারটি করে উইকেট পেয়েছেন। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ।