নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন

নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন করেছেন খ্রীষ্টান ধর্মালম্বীরা।
রোববার সকালে বগুড়ার সদরের খান্দারের খ্রীষ্টান উপসানালয়ে অসংখ্য মানুষ সমাবেত হয়ে ধর্মীয় উদযাপন শুরু করেন।
আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন
দিনটি উপলক্ষে খ্রীষ্টান উপসানালয়ে কেক কাটা হয়। পরে ধর্মীয় রীতি মেনে উপসানালয়ে প্রবেশ করে যিশুখ্রীষ্টের কাছে মনবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন এই ধর্মের মানুষেরা। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবে মেতে উঠেন।
বড়দিনে অনেক পরিবারে কেক তৈরী করা হয়েছে। পাশাপাশি নানা খাবারের আয়োজন করা হয়েছে। যা দিয়ে অতিথিদের অ্যাপায়ন করা হচ্ছে।
এদিকে শহরের গীর্জাগুলোতে নিরাপত্তার লক্ষে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গীর্জায় অবস্থান নিয়েছে।
এসএ