সারাদেশ

সাজেকে খোলা আকাশের নিচে-রাস্তায়-গাড়িতে রাত কাটছে পর্যটকদের

রাঙামাটির ‘সাজেক’ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এ কারণে সারা বছরজুড়ে সাজেকে থাকে পর্যটকের চাপ। তবে এবার টানা ছুটিতে সেই চাপ বেড়েছে।

শুক্রবার-শনিবার (২৩-২৪ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি ও রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনের ছুটিতে পর্যটকমুখর হয়ে উঠেছে সাজেক ভ্যালি।

সাজেকে রুইলুই, হেলিপ্যাড, কংলাক পাহাড় ও ঐতিহ্যবাহী লুসাই গ্রামে পর্যটকদের ভিড় লেগে আছে। রিসোর্ট কটেজে রুম না পেয়ে অনেকে খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে রাস্তায়, বারান্দায়, গাড়িতে রাত কাটিয়েছেন। আবার অনেক রুম না পেয়ে ফিরেও গেছেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, সেখানে ১১২টির মতো রিসোর্ট-কটেজে সব রুম আগাম এক সপ্তাহ আগে বুকিং হয়ে গেছে। এতে প্রায় তিন হাজারের মতো পর্যটক থাকতে পারে। কিন্তু শুক্রবার সন্ধ্যায় রাস্তায় অনেক পর্যটক দেখে মাইকিং করা হয়। রুম না পেয়ে অনেকে তাঁবু টাঙিয়ে, কটেজের বারান্দায়, ক্লাব ঘরে, রাস্তায়, গাড়িতে রাত কাটিয়েছেন।

পর্যটকদের উদ্দেশ্যে রিসোর্ট-কটেজ মালিক সমিতি বলেন, “আগামী এক সপ্তাহ যেন কেউ রুম বুকিং ছাড়া সাজেকে বেড়াতে না আসে। এলে বিপাকে পড়তে হবে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button