বগুড়া জেলা

বগুড়ায় বিএনপি নেতার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়ায় বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহত হন।

রোববার আসরের পর জেলা দলীয় কার্যালয়ের সামনে ওই জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আসগর হেনা। তারা শোককে শক্তিতে পরিণত করে সরকারের পতন ঘটাতে শপথ নেয়ার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, খায়রুল বাশার, ময়নুল হক বকুল প্রমুখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button