আবহাওয়াপ্রধান খবরসারাদেশ
শীতের সকালে হঠাৎ বৃষ্টি

পৌষ মাসের ১২ তারিখ মঙ্গলবার আজ। শীতের সকাল। কদিন ধরে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল। গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ সকালে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি নেমেছে।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল আজ বৃষ্টি হতে পারে। আর এর ফলে কিছুটা বাড়বে ঠাণ্ডার প্রকোপ।
এদিকে, হঠাৎ বৃষ্টিতে ফুটপাতের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুয়াশাঘেরা শীতের সকালে নিম্নআয়ের মানুষের কাছে দুঃখ হয়ে নেমে আসে বৃষ্টি। অফিসগামী অনেক মানুষই বৃষ্টিতে পড়েন বিড়ম্বনায়। রাজধানীতে গণপরিবহনও কম চলতে দেখা গেছে বৃষ্টির সময়।
গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। বলা হয়েছিল, আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।