
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
কলাবাগান থানার একটি মামলায় বিএনপির এ নেতা ওয়ারেন্টভুক্ত আসামি। আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
এর আগে সোমবার রাতে বিএনপির মিডয়া সেলের সদস্য শায়রুল কবির অভিযোগ করে বলেন, বিএনপি নেতা রবিউল আলমকে রাত ১১টায় নিউমার্কেট থানা পুলিশ তাকে বাসা থেকে আটক করে নিয়ে গেছে।