প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় দইয়ে নিষিদ্ধ স্যাকারিন, এক প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরে দই তৈরিতে নিষিদ্ধ স্যাকারিন ব্যবহারের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর একটার দিকে শেরপুরের হাজিপুর এলাকায় অভিযানে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, দুপুরে সিজান দই ঘরে অভিযান চালালে দইয়ে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিনের প্রমাণ পাওয়া যায়। পরে সিজান দই ঘরের মালিক বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।