খেলাধুলাফুটবল

ক্রিশ্চিয়ানো রোনালদো রাজনীতির শিকার

ক্রিশ্চিয়ানো রোনালদো রাজনীতির শিকার। প্রতিযোগিতার নকআউট পর্বের দুটি ম্যাচে পর্তুগীজ তারকাকে প্রথম একাদশে রাখা হয়নি। সেই ঘটনার কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেছেন, রোনালদো রাজনীতির শিকার।

এরদোয়ান বলেছেন, ‘রোনালদোর সঙ্গে যা হয়েছে, সেটা রাজনৈতিক নিষেধাজ্ঞার মতো। পর্তুগাল রোনালদোকে নষ্ট করে দিচ্ছে। খেলার শেষ ৩০ মিনিটের জন্য রোনালদোকে নামানোর অর্থ, তার মতো ফুটবলারের মনোবল নষ্ট করে দেওয়া। ওরা এ ভাবে রোনালদোর সব মানসিক শক্তি কেড়ে নিতে চেয়েছিল।’

উল্লেখ্য, ইসরায়েল-ফিলিস্তিন বিতর্কে অতীতে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রোনালদো। ইসরায়েলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়। সম্ভবত সে কারণেই তুরস্কের প্রেসিডেন্ট কঠিন সময়ে রোনালদোর পাশে থাকার বার্তা দিয়েছেন।

বিশ্বকাপের সময় জাতীয় দলের কোচের সঙ্গে মতবিরোধ হয় পর্তুগীজ তারকার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি রোনালদো।

এই বিভাগের অন্য খবর

Back to top button