বগুড়ায় পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই

বগুড়ার শেরপুরে পুলিশ পরিচয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী।
মঙ্গলবার বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী।
এর আগে,সোমবার দুপুরে শেরপুর পৌর এলাকার বাস স্ট্যান্ডের কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগকারী ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তার বাড়ি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমত গ্রামে।
অভিযোগে তিনি জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে তিনি উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় বেসরকারি একটি ব্যাংক থেকে ২ লাখ টাকা তোলেন। সেই টাকা পাশের আরেকটি ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় অচেনা ৪/৫জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করেন। এরপর তারা আমার কাছে জাল টাকা রয়েছে বলে দাবি করেন। আমাকে বগুড়া-ঢাকা মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নিয়ে শরীর তল্লাশি করেন। একপর্যায়ে তারা আমার কাছে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে আগে থেকে দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারে উঠে চলে যান। এর মধ্যে একটি প্রাইভেটকার বগুড়ার দিকে এবং অপরটি ঢাকার দিকে চলে যায়।’
শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি প্রতারক চক্রের কাজ। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এসএ