বগুড়া-৪ ও ৬ আসনে ফারুক ও ওমর পেলেন জাপার মনোনয়ন

জাতীয় সংসদের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন শাহীন মোস্তফা কামাল ফারুক এবং নুরুল ইসলাম ওমর।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু স্বাক্ষরিত দলের মনোনয়নপত্র ওই দুই প্রার্থীকে দেয়া হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া-৪ আসনে মনোয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল ফারুক এবং সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর পেয়েছেন বগুড়া-৬ আসনে।
জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের কারণে ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। তাদের মধ্যে বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজও ছিলেন।
পরবর্তীতে নির্বাচন কমিশন ওই দুটি আসন শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা জানিয়ে তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।
এসএ