ক্রিকেটখেলাধুলা

টেস্ট র‍্যাংকিংয়ে কোহলিকে টপকে দ্বাদশ অবস্থানে লিটন দাস

ব্যাট হাতে স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। চলতি বছরে তিন ফরম্যাটে মিলিয়ে ৫০ ইনিংসে ৪০.০২ গড়ে তুলেছেন ১৯২১ রান। যেখানে রয়েছে ৩ সেঞ্চুরি, ১৩ হাফ সেঞ্চুরি।

দূর্দান্ত ছন্দে একটি বছর কাটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ে বড় সুখবর পেয়েছেন এই ব্যাটার। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে চলে এসেছেন তিনি। বছর শুরু করেছিলেন ৩১তম অবস্থানে।

বছরের শেষে তার অবস্থান দ্বাদশে। যেটা কিনা কোহলিরও উপরে। টেস্টে রানের খড়ায় ভুগতে থাকা কোহলি র‍্যাংকিংয়ে দুই ধাপ নিচে নেমে বর্তমানে অবস্থান করছেন ১৪তম স্থানে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা খুব ভালো যায়নি লিটনের। তবে মিরপুর টেস্টে ২৫ ও ৭৩ রানের ইনিংসে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে দুই ধাপ। ১৪তম স্থান থেকে ১২তম স্থানে এসেছেন।

লিটনের ক্যারিয়ারের এটিই সর্বোচ্চ টেস্ট র‍্যাংকিং। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম একবারই ১৪তম স্থানে এসেছিলেন। এছাড়া সেরা বিশে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম (১৬), সাকিব আল হাসান (১৭) ও মুমিনুল (১৮) ।

ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের তেমন কোনো উন্নতি হয়নি। মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে এসেছেন। জাকির হাসান রয়েছেন ৭০তম স্থানে। পাঁচ ধাপ উন্নতিতে সোহানের অবস্থান ৯৩তম স্থানে।

বোলিংয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের দুই ধাপ উন্নতি হয়েছে। তাইজুল ২৮তম ও মিরাজ ২৯তম স্থানে রয়েছেন। সাকিবের একধাপ উন্নতিতে অবস্থান ৩২তম স্থানে।

এই বিভাগের অন্য খবর

Back to top button