প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন

বগুড়ায় রেলওয়ে স্টেশনে দ্রুতগতিতে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে এক ব্যক্তির দুটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আহত মিলন গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে কলোনিতে বসবাস করেন বলে জানা গেছে। গুরুতর আহত মো. মিলনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার জানান, প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন বগুড়ায় পৌঁছে তিন মিনিট যাত্রাবিরতি শেষে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। মিলন নামে ওই ব্যক্তি ট্রেনটিতে ওঠার জন্য দৌড় শুরু করে শেষে বগির হাতল ধরেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে পিছলে গেলে তিনি নিচে পড়ে যান। এতে করে তার দুই পা থেতলে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
এসএ