প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা
বগুড়ায় চোরাই মোটরসাইকেল বিক্রয়ের সময় ৩ যুবক আটক

বগুড়া সারিয়াকান্দিতে চোরাই মোটরসাইকেল বিক্রয়ের সময় ৩ জন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা দক্ষিণপাড়া গ্রামের সোলাইমান প্রাং এর ছেলে রনক বাবু (৩৮), একই ইউনিয়নের জোড়গাছা সোনাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম (৩০) এবং সদর ইউনিয়নের দীঘলকান্দি তরফদার পাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে বাদল মিয়া (২৫)।
বুধবার দুপুরে তাদের বগুড়া জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর বাজারে চোরাই মোটরসাইকেল বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে একটি বাজাজ ডিসকভার ব্রান্ডের মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
এসএ