গাবতলী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

বগুড়ার গাবতলীতে ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে নাড়ুয়ামালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উক্ত এলাকার প্রবাসী মোঃ শামীমের স্ত্রী।
জানা যায়, সকালে সুমাইয়া নিজ বাড়ির সামনে বের হলে গাবতলী দিক থেকে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত সুমাইয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক জানান, দুর্ঘটনা নিহত সুমাইয়ার মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ