প্রধান খবরবগুড়া জেলাসারাদেশ

বগুড়াসহ সরকারি ৪ হাসপাতালে নতুন পরিচালক

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের তিন মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল পদমদর্যাদার এই কর্মকর্তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে প্রেষণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রবিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিক্কার আলমকে। এর আগে
হাসপাতালের পরিচালক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরকে বদলি করে হাসপাতালটির নতুন পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়াকে।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।

তাছাড়া একই প্রজ্ঞাপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের মো. শামীম ইয়াজদানীকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া ব্রিগেডিয়ার জেনালের এফ এম শামীম আহাম্মদকে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button