প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ডিস ব্যবসায়ী হত্যা: ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নিহতের নাম রঞ্জু সরদার। তিনি বগুড়া সদরের বড় কুমিরায় ডিসের ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালের ৭ জুলাই সকালে তাকে বড় কুমিরায় কুপিয়ে হত্যা করা হয়।

সোমবার দুপুর দেড়টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন।

এসময় আদালতে উপস্থিত দণ্ডিত আসামিরা হলেন বগুড়া সদরের বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী।

হত্যার ঘটনায় রঞ্জুর বাবা আজাহার আলী সরদার ১৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সেই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে চার্জশিট জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় বিচারক ১২ জনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। আর পলাতক আসামিরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button