আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় নেশার এ্যাম্পুলসহ এক নারী আটক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২শ ৩৮ পিস নেশার এ্যাম্পুলসহ বেগম বলি (৫৭) নামের এক নারীকে আটক করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।

আটাকৃত বেগম বলি নওগাঁ জেলার আত্রায় উপজেলার সাহাগোলা এলাকার ফিরোজ হোসেন খানের স্ত্রী।

সোমবার সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে বেগম বলিকে এ্যাম্পলসহ আটস করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে বলিকে নেশার এ্যাম্পুলসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক কারবারি বেগম বলিকে ওই দিন আদালতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button