জাতীয়প্রধান খবরসারাদেশ

২০২২ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ হাজার ৯৫১

সদ্য বিদায়ী ২০২২ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি আরও জানায়, গত বছর সড়কে মোট ৬ হাজার ৭৪৯টি দুর্ঘটনা ঘটে। এতে আহত হন ১২ হাজার ৩৫৬ জন।

একই সময় রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ও ২০১ জন আহত হয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রতিবেদন তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নৌপথে ২৬২ দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত, ৩৫৭ জন আহত ও ৭৪৩ জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল, নৌপথে সর্বমোট ৭ হাজার ৬১৭টি দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত ও ১২ হাজার ৮৭৫ জন আহত হয়েছেন।

পরিসংখ্যানের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের তুলনায় বিদায়ী ২০২২ সালে ১.৫২ শতাংশ গাড়িচাপা, ০.৫৬ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ০.১৩ শতাংশ যানবাহনের চাকায় ওড়না পেঁচিয়ে, ০.৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা কমেছে। তবে ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ০.১২ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে আগের বছরের তুলনায় ২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button