বগুড়ায় “উঠাও বাচ্চা লাইরা চাইরা উঠাও’ ডিজিটাল মাধ্যম

বগুড়ায় ৭ টাকায় আইফোন দিচ্ছেন সোর্স অফ প্রোডাক্ট। নিজেদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর অজুহাতে লোভনীয় এমন অফারে হাজার হাজার লটারির টিকেট বিক্রি করছেন তারা। লোভনীয় এ অফারটি’র জন্য ১ মাস আগে থেকে টিকেট বিক্রি শুরু করলেও আনুষ্ঠানিক ড্র হবে ১৪ই ফ্রেবুয়ারি।
ধারণা করছেন, বগুড়ায় ১ মাসের বেশি সময় যাবৎ প্রায় ২থেকে৩ লক্ষ লটারি বিক্রি করবেন বলে আশা করছেন তারা! যারা মূল্য কোটি টাকা পেরিয়ে যাবে খুব সহজেই।এখন পর্যন্ত জনপ্রতি ৫০-১০০ টা করে লটারি নিতে ভিড় জমাচ্ছেন দোকানে !! খুব শীঘ্রই অনলাইনেও লটারি বিক্রির প্রক্রিয়ায় আসবেন বলে নিশ্চিত করেছেন সোর্স অফ প্রোডাক্ট!!
৭ টাকার এই আইফোনের ফাঁদে পা দিচ্ছেন অনেক কিশোর-কিশোরী। লোভনীয় এই অফার এর মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার একটা সুযোগ বের করেছেন সোর্স অফ প্রোডাক্ট।
টিকিট ক্রয় করা এক যুবকের (আয়াত) সাথে কথা হলে তিনি বগুড়া লাইভকে জানান, অফারটা জানান পর পর ৫০ টা টিকিট কিনেছি কারন অনেক দিনের ইচ্ছা একটা আইফোনের। ড্র এর মাধ্যমে যদি পেতে পারি। এজন্য আরো ৫০ টা টিকেট কিনবো।
তবে এটি প্রতারণা’র ফাঁদ বলতে অস্বীকার করেছেন সোর্স অফ প্রোডাক্ট মালিক পক্ষ