ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় নিখোঁজের ২১ ঘণ্টা পর মিলেছে বৃদ্ধের ভাসমান মৃতদেহ

বগুড়ার ধুনটে যমুনা নদীতে নিখোঁজের ২১ঘন্টার পর হায়দার আলী (৬৫) নামে এক বৃদ্ধর ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে।

নিহত হায়দার আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, হায়দার আলী প্রতিদিনের ন্যায় সোমবার দুপুর ১২ টার দিকে যমুনা নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। খোঁজাখুজির একপর্যায় নদীর তীরে তার পরনের কাপড় চোপড় পড়ে থাকতে দেখা যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পানিতে নেমে অনুসন্ধানের এক পর্যায়ে ভাসমান অবস্থায় হায়দার আলীর মৃতদেহ উদ্ধার করে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button