খেলাধুলাফুটবল

মেসিকে লাথি মেরে স্বাগত জানালেন নেইমার

বিশ্বকাপ জয়ের পর নিজের ক্লাব পিএসজিতে যোগ দিতে অন্যদের তুলনায় বেশ কিছুটা সময় নিয়েছেন মেসি। মেসি ৪ জানুয়ারি নিজের প্যারিসের ক্লাবে যোগদান করেছেন।

এদিকে মেসি যখন ট্রেনিং গ্রাউন্ডে আসেন তখন তাকে সাদরে অভ্যর্থনা জানান ক্লাব সতীর্থরা। গার্ড অফ অনার দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। সেই সময় সকলেরই একটি বিষয়ে চোখে পড়েছে। গার্ড অফ অনারের লাইনের একেবারে প্রথমেই দাঁড়িয়েছিলেন নেইমার। মেসি যখন সকলের মধ্যে দিয়ে হেঁটে আসছেন তখন তাকে হালকা লাথি মেরে স্বাগত জানান তিনি।

আচমকা দেখলে ব্যাপারটা কিছুটা অদ্ভুত লাগলেও যারা মেসি এবং নেইমারের বন্ধুত্ব সম্পর্কে জানেন তাদের কাছে ব্যাপারটা আশ্চর্য কিছুই নয়। ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন মহাতারকা একে অপরকে রীতিমতো পছন্দ করেন। মেসি এবং নেইমারের বন্ধুত্ব রীতিমতো উদাহরণ গোটা ফুটবল জগতের কাছে।

পিএসসির কাছ থেকে উদার অভ্যর্থনা পেয়ে রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন মহাতারকা লিওনেল মেসিও।

নিজের ক্লাবে ফেরার কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে লিও মেসি ক্যাপশনে লিখেছেন, আমার সতীর্থদের এবং ক্লাবের সমস্ত মানুষকে আমায় এই অভিনব উপায়ে স্বাগত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরে এসেছি এবং এখন পিএসজির সাথে এই মৌসুমের লক্ষ্যগুলি পূরণ করার জন্য উন্মুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button