ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর
আজ থেকে বিপিএল শুরু, মোবাইলে যেভাবে দেখবেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে আজ দুপুরে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২.৩০ মিনিটে।
এবারের বিপিএল উপভোগ করা যাবে মোবাইল ফোনে। একটি অ্যাপস নামিয়ে নিলেই সরাসরি দেখতে পারবেন বিপিএলের ম্যাচ।
বিপিএলের ম্যাচ অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এর অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনে সরাসরি দেখা যাবে। যে কেউ দারাজ অ্যাপে বিনামূল্যে দেশের যে কোনো স্থান থেকে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
বিপিএলের সম্প্রচার স্বত্ব অধিগ্রহণ করেছে দারাজ। গত বছরের ৬ ডিসেম্বর ঢাকায় দ্য ওয়েস্টিনে এই চুক্তি সই হয়।
এবারের বিপিএলে সাতটি দল খেলবে। খেলাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মাঠে। প্রথমদিন দুপুর আড়াইটায় মুখোমুখি হবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।