প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় গেম খেলা নিয়ে এক যুবক ছুরিকাহত
বগুড়া শহরের জয়পুরপাড়ায় মোস্তফা (২২) নামে এক যুবক ছুরিকাঘাত করা হয়েছে।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জয়পুরপাড়ায় ব্রাক স্কুলের পিছনে এ ঘটনা ঘটে।
মোস্তফা জয়পুরপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি মো: নূরে আলম সিদ্দিকী জানান, ওয়াজ মাহফিল অনুষ্ঠানের পাশে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বিরোধের জের ধরে তাকে ছুরিকাহত করা হয়।
আসামীদের গ্রেফতারের জন্য সদর থানার পুলিশ মাঠে নেমেছে।