নির্বাচনপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ২২ জন প্রার্থীর মধ্যে ১১ জনের প্রার্থিতা বাতিল

বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ২২ জন প্রার্থীর মধ্যে ১১ জনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে।

রবিবার দুপুর ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান।

ডিসি সাইফুল ইসলাম আরো বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন।’

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, গোলাম মোস্তফা, ইলিয়াস আলী ও আব্দুর রশিদ।

বগুড়া-৬ (সদর) আসনেও আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় আরও রয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, রাকিব হাসান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান।

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের বিএনপি দলীয় দুই সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তে প্রায় এক মাস আগে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন থেকে আগামী ১ ফেব্রুয়ারি ওই দুই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button