আইন ও অপরাধপ্রধান খবর

কাশিমপুর কারাগারে বগুড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই হাইসিকিউরিটি কারাগারে ডাকাতি ও ধর্ষণ মামলায় বগুড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে।

দণ্ড কার্যকর হওয়া কয়েদির নাম সাইফুল ইসলাম (রফিক) ওরফে সাইদুল ইসলাম রফিক (৫০)। তিনি বগুড়া সদর থানার মালতি নগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে।

রবিবার রাত ১০টায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়।

জানা যায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটি পার্ট-৪ এ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি সাইফুলের দণ্ড কার্যকর করেন জল্লাদ শাহজাহান ভুইয়া।

এর আগে, ২০০৪ সালে সাইফুলের বিরুদ্ধে বগুড়ায় ডাকাতি ও ধর্ষণ করার অপরাধে বগুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়। এ মামলায় বিচারিক আদালত সাইফুলের মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে প্রথমে উচ্চ আদালতে আপিল এবং পরে রিভিউ আবেদন করেন। আদালতে তার আবেদন খারিজ হলে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। ২০২১ সালের ৩ নভেম্বর প্রাণভিক্ষার আবেদন না মঞ্জুর করা হয়। পরে কারাবিধি অনুযায়ী রবিবার রাত ১০টায় তার দণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button