Uncategorized

তীব্র শীতের দাপটে দিনাজপুরবাসী, সর্বনিম্ন তাপমাত্রা  ৮.৫ ডিগ্রি

তীব্র শীত আর ঘন কুয়াশায় জরিয়ে আছে দিনাজপুর। দেখা নেই সূর্যের, আগুন জ্বালিয়ে শরীরে তাপ নিচ্ছেন শীতার্তরা।

তীব্র শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।

সোমবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি জানান, আজ (সোমবার)  সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এবংবাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।

তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।

মোসলেম/টিপু

এই বিভাগের অন্য খবর

Back to top button