বগুড়া জেলা

বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় ১৮০ গ্রাম হেরোইনসহ নাজমুস সাদাত মুন (৩৯) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নাজমুস চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দারিয়াপুর গ্রামের এ কে এম কামরুজ্জামানের ছেলে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

র‍্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুসকে প্রথমে আটক করে দেহে তল্লাশি চালানো হয়। এ সময় ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তার কাছে থেকে নগদ ৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড লিডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার নাজমুসের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button