বগুড়া জেলা
বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় ১৮০ গ্রাম হেরোইনসহ নাজমুস সাদাত মুন (৩৯) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে র্যাব।
নাজমুস চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দারিয়াপুর গ্রামের এ কে এম কামরুজ্জামানের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
র্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুসকে প্রথমে আটক করে দেহে তল্লাশি চালানো হয়। এ সময় ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তার কাছে থেকে নগদ ৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড লিডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার নাজমুসের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হবে।
এসএ