বিনোদন

আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট: দীঘি

তরুণ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ওজন বৃদ্ধির জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি। আর তাই ছয় কেজি ওজন কমিয়ে চমকে দিলেন এ অভিনেত্রী।

দীঘি একটি গণমাধ্যমকে জানান, গত জন্মদিনের আগে থেকেই ওজন কমানোর চেষ্টা করছিলাম। ওই সময় চার কেজি ওজন কমাতে সক্ষম হই। সম্প্রতি আরও দুই কেজি কমিয়েছি। আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট হবে।

তিনি আরও জানান, গত কয়েক মাসে যেখানেই গেছি, সেখানেই ডায়েটটা খুব মেইনটেইন করেছি। যে কারণে হয়তো পেরেছি। আর দুই কেজি কমানোর পর যে ওজন থাকবে, সেটা ধরে রাখলেই চলবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button